দেশ সেরা উদ্যোক্তা নির্বাচিত হলেন গাইবান্ধার কামারজানির ইউডিসি উদ্যোক্তা মাস ব্যাপি ই-সেবা ক্যাম্পেইন-২০২০ পরিচালনায় অনবদ্য অবদান রাখায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল সেন্টার’ এর ১০ বছর পুর্তি অনুষ্ঠানে গাইবান্ধার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান দেশ সেরা উদ্যোক্তা (১ম স্থান) নির্বাচিত হন ।
গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ১০তম ডিজিটাল সেন্টার দিবস উৎযাপন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, সহকারি কমিশনার মো: শাহীন দেলোওয়ার, কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম জাকির, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল মাজেদ খান আব্দুল্লাহ,ও গাইবান্ধা জেলার সকল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস