বাংলাদেশ গেজেটে 13 জুলাই 2016 তারিখের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপন এস আর ও নং 227-আইন/2016 এর আদেশবলে গাইবান্ধা সদর উপজেলাধীন ১২নং কামারজানি ইউনিয়ন সহ মোট ১১ টি ইউনিয়নে উল্লেখিত ওয়ার্ডসমুহে শুন্য পদের বিপরিতে সম্পুর্ন অস্থায়ী ভিত্তিতে ১জন করে মহল্লাদর (গ্রামপুলিশ) নিয়োগ প্রকাশ করা হলো। নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হইতে নিয়োগেবর্ণিত শর্তাধীনে উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর, গাইবান্ধা বরাবরে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ১২নং কামারজানি ইউনিয়ন গ্রাম পুলিশের শুন্য পদ ২টিঃ ১। ১নং ওয়ার্ড -১ জন। ২। ৫নং ওয়ার্ড করাইবাড়ি ১ জন। আহবানে মোঃ মতিয়ার রহমান, চেয়ারম্যান, ১২নং কামারজানি ইউনিয়ন পরিষদ, গাইবান্ধা সদর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস