Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ মতিয়ার রহমান , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৮১৪৮৮৮৫ অথব ০১৭১১৪১৫৭১৭ মোঃ মামুন মন্ডল, ইউপি সচিব, মোবাইল- ০১৬৫০০৬৯৩৫৩ অথবা ০১৭১৯১৬১৮৯৭ মোঃ মাহাবুবুর রহমান, দেশসেরা উদ্যোক্তা, মোবাইল- ০১৭৪৬২১০৫২৩ অথবা ০১৯৭৬২১০৫২৩ ধন্যবাদ... 



শিরোনাম
স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ বিষয়ে একটি জরুরী বিজ্ঞপ্তি
বিস্তারিত
এতদ্বাড়া ১২নং কামারজানি ইউনিয়নের সম্মানিত জাতীয় পরিচয়পত্র ধারীগনের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে শীঘ্রই স্মার্ট আইডি কার্ড বিতরন করা হবে। যদি কারো নাম, ঠিকানা, ছবি, স্বাক্ষর, রক্তের গ্রুপ ইত্যাদি যে কোন ধরনের ভূুল থাকলে আগামী ২৪শে মার্চ-২০১৭ তারিখের মধ্যে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করুন। প্রতিটি আবেদন ফি ২৩০ টাকা।

জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে:-
১। এস এস সি সনদ পত্র।
২। স্বামী/স্ত্রীর নাম সংযোজনের ক্ষত্রে:-নিকাহনামাসহ উভয়ের আইডির কপি।
৩। নামের বানান সংশোধনের ক্ষেত্রে-বাংলা বানানের ক্ষেত্রে:-বাংলা সনদপত্র যথা এসএসসি সনদ;বাংলা
জন্ম নিবন্ধন এবং ইংরেজী সংশোধনের ক্ষেত্রে ইংরেজী এসএসসি সনদ বা জন্ম নিবন্ধন সনদ।
৪। ছবি পরিবর্তনের ক্ষেত্রে:-ছবিসহ নাগরিক সনদপত্র।
৫। স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে- পাসপোটের কপি।
৬। মা/বাবার নাম সংশোধনের ক্ষত্রে:-এসএসসি সনদসহ মা ও বাবার আইডির কপি(যাদের শিক্ষা নাই
তাদের জন্য জন্ম নিবন্ধন সনদ)।

**আরো উল্লেখ্য যে কেউ কেউ নাম পরিবর্তন করতে চান।নাম পরিবর্তন একটি জটিল বিষয়।সাধারনত নাম পরিবর্তন হয়না। তাই শুদ্ধ স্মাট জাতীয় পরিচয়পত্রের জন্য জরুরী ভিত্তিতে সংশধনের জন্য আবেদন করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ আগামী ২৪-০৩-২০১৭ ইং তারিখের পরে আর সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না।

আপনাকে নির্ভুল স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানই আমাদের লক্ষ্য।

সূত্র- উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়,
গাইবান্ধা সদর, গাইবান্ধা।

 

প্রচারে- কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টার,
গাইবান্ধা সদর,গাইবান্ধা।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
20/03/2017

গুগোল লোকেশন