গাইবান্ধা সদর উপজেলার বঃপুত্র নদীর কামারজানীর মাছের ঘাট নামক স্থানে সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র গঙ্গা স্নান উৎসব পালন করেছে বৃহস্পতিবার। চান্দ্র মাসের তারিখ অনুযায়ী প্রতি বছর বিভিন্ন অঞ্চলের হিন্দু সম্পদায়ের নারী পুরুষসহ আবাল বৃদ্ধ, বনিতা এই গঙ্গা স্নান উৎসবে যোগ দেন। বয়বৃদ্ধদের নিকট থেকে জানা যায়, এই গঙ্গা স্নান স্নান অধিকাংশ বছর চানদ্র মাসের ৮ তারিখে হয় বলে িএর নাম দিয়েছে অষ্টমী স্নান । বাড়ি ফেরার পথে পূণ্যার্থীরা বঃপুত্রের পবিত্র জল মাটির পাত্রায়্। অনুষ্ঠানের আসা শ্রী নিরেন বর্মন জানান, সংগৃহীত এই গঙ্গা জল পবিত্র ভেবে সারা বছর বাড়িতে রেখে বিভিন্ন পূজা-পার্বনে ব্যবহার করা হয়। এই মহানন্ ওঠেছে খাবার ও মনহারী সামগ্রীর দোকান। মেলার আমেজ বিরাজ করছে এলাকায়। এই অষ্টমী মেলায় বিপুল সংখ্যক পূণ্যার্থী পূজা উদ্যাপন কমিটি, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ, জন প্রতিনিধি প্রশাসন এবং সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস