প্রিয় উদ্যোক্তা বন্ধুরা,
অনলাইন নিবন্ধন বিষয়ে কয়েকটি বিষয়ে সতর্ক হওয়া দরকার। কিছু কিছু উদ্যোক্তা কাজ দ্রুত করার জন্য নিম্নলিখিত কাজসমূহ করছেন, যা ঠিক নয়।
১. কোন কোন উদ্যোক্তা ফরমে বাংলায় লিখছেন। এটি একেবারেই করা যাবে না।
২. নোমিনীর নামের ঘরে বা অন্যান্য অপশনাল ফিল্ডে কেউ কেউ ১২৩৪ বা abcd বা হাবিজাবি লিখছেন।
এগুলো করা যাবে না। এতে নাগরিকও ক্ষতিগ্রস্থ হবেন, কেননা তার আবেদনটি গৃহীত হবে না। আর আপনিও ক্ষতিগ্রস্থ হবেন, কারন আপনি ব্লাক লিস্টেড হবেন এবং ওই কাজ (ফরম ফিল-আপ) আপনাকে দিয়ে আবার করানো হবে।
ধন্যবাদসহ,
আসাদ
আপনাদের স্বার্থে
মাহাবুব হাসান
কামারজানী ইউ আই এস সি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস