বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেড ক্রস গাইবান্ধা জেলার সদর উপজেলায় কামারজানী ও মোলস্নার চর ইউনিয়নে এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে ডিআরআরওয়াস প্রকল্প বাসত্মবায়ন করছে। উক্ত প্রকল্পের কার্যক্রম সমুহ সুষ্ঠুভাবে বাসত্মবায়নে একজন পূর্ণকালীন ইঞ্জিন চালিত নৌকার মাঝি নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাসত্ম আহবান করা যাচ্ছে।
পদের নাম: নৌকার মাঝি
স্থান:কুন্দের পাড়া, কামারজানী ইউনিয়ন
যোগ্যতা:
Ø পেশাদার ভাবে নৌকা পরিচালনার ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে
Ø কামারজানীর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এলাকা সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকতে হবে
Ø মানসিক ও শারিরীক ভাবে সÿম হতে হবে
Ø নৌকা রÿণাবেÿণের দায়িত্ব বহন করতে হবে
Ø শুধুমা্ত্র প্রতিষ্ঠানের নৌকা চালনার কাজেই পূণ র্ সময় নিয়োজিত থাকতে হবে
Ø দুর্যোগকালীন সময়ে নৌকা চালনা এবং সেবাদানের মানসিকতা থাকতে হবে
Øবয়স ১৮ থেকে ৩৫ বছর (অভিজ্ঞদের ÿÿত্রে বয়স শিথিলযোগ্য)
শিÿাগত যোগ্যতা: নূন্যতম লিখতে ও পড়তে জানতে হবে
আবেদন করার নিয়মাবলী: যোগ্য প্রার্থীদের জীবন বৃত্তামত্মসহ আবেদনপত্র (মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে), ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ, ভোটার আইডিকার্ডের ফটোকপিসহ ০২ জন স্থানীয় গন্যমান্য প্রতিনিধির দ্বারা প্রেরিত চারিত্রিক সনদসহ নিচের ঠিকানা বরাবর জমা দিতে হবে।
· আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৬ জানুয়ারী ২০১৪
· অসম্পুর্ন আবেদনপত্র বাতিল বলে গন্য করা হবে
· মাসিক বেতন ৪,৪০০/- (চারহাজার চারশত মাত্র) টাকা সর্বসাকুল্যে প্রদান করা হবে
আবেদনপত্র জমাদানের ঠিকানা : প্রকল্প ব্যবস্থাপক
ডিআরআর ওয়াশ প্রজেক্ট, বিডিআরসিএস- এসআরসিপার্টনারশীপ
# ৭৫৮ শামিত্মনগর (দÿÿণধানঘড়া), বনবিভাগ রোড, গাইবান্ধা। (মোবাইল- ০১৭১২৮০৩৫১৫)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস