মো: মাহাবুবুর রহমান (গাইবান্ধা): গাইবান্ধা
জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া
ইউনিয়নের শেষ ও সদর উপজেলার ১২ নং
কামারজানি ইউনিয়নের শুরুর সীমানার খানাবাড়ীর
চরে গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া
সপ্তাহব্যাপী অশ্লিল যাত্রা অনুষ্ঠান ও জুয়ার আসর
এলাকাবাসীর সহযোগিতায় বন্ধ করে দিয়েছে
প্রশাসন।
গতকাল যাত্রা চলাকালীন সময়ে এলাকার প্রায়
শতাধিক বাসীন্দা অশ্লিল যাত্রা বন্ধের দাবিতে
প্যান্ডেলে উপস্থিত হয়ে যাত্রা কমিটির কাছে
মৌখিকভাবে আবেদন জানালে কমিটির সদস্যরা যাত্রা
বন্ধ করবেন না বলে জানায়। তর্ক বিতর্কের
এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে
পড়লে কমিটি যাত্রা বন্ধ রাখতে বাধ্য হয়।
পরবর্তিতে জেলা ও উপজেলা প্রশাসনের
হস্তক্ষেপে ভেঙ্গে দেয়া হয় ০৩ টি যাত্রা
প্যান্ডেল। বাসীন্দারা জানান অশ্লিল যাত্রা
প্রদর্শনের ফলে তার খারাপ প্রভাব এলাকার উপর
পড়তে পারে, এছাড়াও যাত্রার পাশাপাশি প্রকাশ্যে
জুয়ার আসর বসায় অপরাধের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছিল।
সময়মত ব্যবস্থা নেয়ায় প্রশাসনকে ধন্যবাদ
জানিয়েছে এলাকাবাসী। এধরণের ঘটনা
ভবিষ্যতে কোথাও দেখা গেলে দ্রুত
প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়ে
জেলা ও উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, যাত্রা অনুষ্ঠানে অশ্লিল নাচ, গান
প্রদর্শন করা হচ্ছিল এবং যাত্রাকে কেন্দ্র করে
গড়ে উঠেছিল ছোট-বড় মিলিয়ে ডজনখানেক
জুয়ার আসর।
প্রকাশিত : http://sohojbarta.com/2015/10/28/kamarjani
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস