Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ মতিয়ার রহমান , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৮১৪৮৮৮৫ অথব ০১৭১১৪১৫৭১৭ মোঃ মামুন মন্ডল, ইউপি সচিব, মোবাইল- ০১৬৫০০৬৯৩৫৩ অথবা ০১৭১৯১৬১৮৯৭ মোঃ মাহাবুবুর রহমান, দেশসেরা উদ্যোক্তা, মোবাইল- ০১৭৪৬২১০৫২৩ অথবা ০১৯৭৬২১০৫২৩ ধন্যবাদ... 



শিরোনাম
৯ নভেম্বর/১৪ বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন ২০২১ এর লক্ষ্যসমূহের বাস্তবায়নের উদ্দেশ্যে রেলী ও আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল
বিস্তারিত

গত ৯ই নভেম্বর রোজ রবিবার গাইবান্ধা সদর উপজেলার কামারজানী মার্চ্চেন্টস্ হাই স্কুল এ অনুষ্ঠিত “সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন ২০২১ এর লক্ষ্য বাস্তবায়ন” শীর্ষক র‌্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার, উপজেলা প্রশাসন এবং কামারজানী ইউনিয়ন পরিষদ এর সহযোগীতায় বর্তমান সরকারের সফলতা জনগনকে অবহিত করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৯ সালে প্রধান মন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সেক্টরে অভাবনীয় সাফল্য অর্জন করে বলে মন্তব্য করেন বক্তাগন। প্রধান মন্ত্রি কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন: ভিশন ২০২১ এর বাস্তব রুপ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে বক্তাগন মতামত দেন।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং স্থানীয় মাননীয় সংসদ সদস্য মাহাবুব আরা গিনি প্রধান অতিথি হিসাবে এবং ডেপুটি কমিশনার এহছান-ই-ইলাহী, অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেইন ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশিদা বেগম উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল মমিন খান। এছাড়া আর‌্ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, কামারজানী মার্চ্চেন্টস্ হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারুকুল ইসলাম ফারুক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী সরকার ছকমল, ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা মাহবুবুর হাসান ও বাসস জেলা প্রতিনিধি সরকার এম শহীদুজ্জামান।


গিনি তার বক্তৃতায় বলেন, সরকার নির্ধারিত সময়ে সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। তিনি সরকারের অনেক উন্নয়ন কর্মকান্ড উল্লেখ করে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন সত্যে পরিণত করতে সকলকে তার নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সাহায্য করার জন্য আহ্বান জানান. । এর আগে দায়িত্বপ্রাপ্ত জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকি পূর্বনির্ধারিত লিখিত বক্তব্য দেন এবং তিনি বলেন দেশের বিভিন্ন সেক্টরে যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষ, কৃষি, স্বাস্থ্য, স্যানিটেশন, শিশু ও মহিলা এবং জলবায়ু ও পরিবেশ রক্ষা এর ক্ষেত্রে অভুতপূর্ব সাফল্য অর্জন করতে বর্তমান সরকার সক্ষম হয়েছে।

প্রকাশিত- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) http://www.bssnews.net/newsDetails.php?cat=4&id=447528&date=2014-11-10

ছবি
ডাউনলোড

গুগোল লোকেশন