২ নভেম্বর-২০১৬ইং
একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যতম প্রধান বাধা বাল্যবিয়ে প্রতিরোধে গাইবান্ধা জেলাকে ২০১৬ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে বাল্যবিবাহমুক্ত ঘোষনার লক্ষ্যে অদ্য জেলা তথ্য অফিস, গাইবান্ধা এবং কামারজানি ইউনিয়ন পরিষদ কর্তৃক সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট ২নং ওয়ার্ডের হরিবাসর মাঠে ২নং ওয়ার্ডকে বাল্যবিবাহমুক্ত ঘোষনার লক্ষ্যে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মহিলা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গোঘাট ২নং ওয়ার্ড মেম্বার আবু তালেব আকন্দ এ সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। অনুষ্ঠানের শুরুতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম তুলে ধরে বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের গৃহিত এসব সেবা গ্রহণ করে জীবনমান উন্নয়ন করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোছাঃ সাবিহা আক্তার লাকী। প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ছালাম জাকির, সাবেক চেয়ারম্যান সোলায়মান ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মকবুল হোসেন, ইউপি সচিব, সরওয়ার হোসেন, ইউডিসি উদ্যোক্তা মো. মাহাবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস