নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গাইবান্ধায় নৌকা র্যালি করেছে ভাঙনে ক্ষতিগ্রস্ত গোঘাট, কামারজানি, মালিবাড়ি, দিগারী ও কাপাসিয়া ইউনিয়নের বাসিন্দারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদরের কামারজানি থেকে ঘাঘট, ব্রহ্মপুত্র নদী হয়ে শহরের ব্রিজ রোড নদীঘাট পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়।
নৌকা র্যালি শেষে নদীঘাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে সহস্রাধিক মানুষ অংশ নেয়। পরে, একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, নদীভাঙন ক্রমে কামারজানি বন্দরের দিকে এগিয়ে আসছে। এতে ঐতিহ্যবাহী কামারজানি বন্দরসহ স্থানীয় সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, স্কুল, ডাকঘর, ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ওয়াপদা বেড়ি বাঁধ, রেগুলেটর গেট, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ জন্য জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস