Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ মতিয়ার রহমান , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৮১৪৮৮৮৫ অথব ০১৭১১৪১৫৭১৭ মোঃ মামুন মন্ডল, ইউপি সচিব, মোবাইল- ০১৬৫০০৬৯৩৫৩ অথবা ০১৭১৯১৬১৮৯৭ মোঃ মাহাবুবুর রহমান, দেশসেরা উদ্যোক্তা, মোবাইল- ০১৭৪৬২১০৫২৩ অথবা ০১৯৭৬২১০৫২৩ ধন্যবাদ... 



শিরোনাম
গাইবান্ধা সদরের ৭ ইউনিয়নে ৩৭ চেয়ারম্যান প্রার্থী
বিস্তারিত

(তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা) তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার সাত ইউনিয়নে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী কোমর বেঁধে মাঠে নেমেছেন। জমে উঠেছে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা।

শেষ সময়ে এসে প্রর্থীরা ভোট প্রার্থনায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। আগামী ২৩ এপ্রিল সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে তৃতীয় দফায় সাত ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- কামারজানি, ঘাগোয়া, গিদারী, মালিবাড়ী, লক্ষ্মীপুর, খোলাহাটি ও মোল¬ারচর ইউনিয়ন। এতে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাতজন, বিএনপির ছয়জন, জাপার পাঁচজন, জাসদের তিনজন ও সাম্যবাদী দলের দুইজন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে পোস্টার ও প্রতীকে ছেঁয়ে গেছে নির্বাচনী এলাকার হাট-বাজারসহ রাস্তাঘাট। এবার দলীয়ভাবে নির্বাচন হওয়ায় প্রার্থী ও সমর্থকরা তাদের নিজ নিজ দলের অবস্থান ভোটারদের কাছে তুলে ধরছেন।

এদিকে দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করে বিদ্রোহীরা এরই মধ্যে ভোটের মাঠে তাদের অবস্থান শক্ত করে তুলেছে। তারা সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অনেকে অভিযোগ তুলছে আচরণ বিধি লঙ্ঘনের।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর রহমান জানান, আচরণবিধি লঙ্ঘনের মত কোন বড় ধরণের কোন ঘটনা এখনও ঘটেনি। কোন প্রার্থীর বিরুদ্ধে যদি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, সদর উপজেলায় সাত ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯১ জন। এরমধ্যে পুরুষ ৬৪ হাজার ৪শ’ ২২ ও মহিলা ৬৭ হাজার ৬৬৯ জন।
- See more at: http://www.priyo.com/2016/Apr/18/210261-

ছবি
ডাউনলোড

গুগোল লোকেশন