Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ মতিয়ার রহমান , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৮১৪৮৮৮৫ অথব ০১৭১১৪১৫৭১৭ মোঃ মামুন মন্ডল, ইউপি সচিব, মোবাইল- ০১৬৫০০৬৯৩৫৩ অথবা ০১৭১৯১৬১৮৯৭ মোঃ মাহাবুবুর রহমান, দেশসেরা উদ্যোক্তা, মোবাইল- ০১৭৪৬২১০৫২৩ অথবা ০১৯৭৬২১০৫২৩ ধন্যবাদ... 



শিরোনাম
বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনার দ্বার-প্রান্তে: জেলা প্রশাসক গাইবান্ধা
বিস্তারিত

গাইবান্ধা জেলার সকল প্রকার জনকেন্দ্রিক সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দিয়ে জনআস্থা অর্জনে সক্ষম জেলা প্রশাসক আব্দুস সামাদ।
তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যত দ্রুত সেবাসমূহ নিশ্চিত করা যায়, তা অন্য কোন মাধ্যমে সম্ভব নয়। জনগন কেন্দ্রিক সমস্যা-জনদুর্ভোগ সহ গ্রামীণ জীবন-যাত্রার দৈনন্দিনের চিত্রগুলো সহজেই জেলা প্রশাসক গাইবান্ধার দৃষ্টিতে আসে যা একমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্ভরযোগ্য তথ্যগুলোর উপর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাত্র ৩০ সেকেন্ডের মাধ্যমে উপজেলা প্রশাসন কে পাঠানো সম্ভব হচ্ছে।

গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই তথ্য ও প্রযুক্তির আদলে দ্রুততার সাথে সরকারি সেবাসমূহ জনগনের দোড় গোড়ায় নিশ্চিত করার উদ্যোগ গ্রহন করেন। জেলা প্রশাসক আব্দুস সামাদ তার উন্নয়ন ভাবনা বাস্তবায়নের পথ হিসেবে সামাজিক মাধ্যম ফেসবুককে একটি সহায়ক ভূমিকার বড় অংশ রুপে ধারনায় আনেন।

প্রতিদিন জেলার বিভিন্ন সমস্যা, নাগরিকদের মুক্ত চিন্তা এবং জন প্রত্যাশাগুলো জানতে পারছেন ডিসি গাইবান্ধা, হাতের নাগালে নাগরিক সমস্যা-সমাধানে প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষনিক সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা সামাজিক মাধ্যমে প্রকাশের ফলে সেবা প্রত্যাশী উৎসাহিত হচ্ছে। ডিসি’র এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহনের ফলে গাইবান্ধার প্রত্যন্ত জনপদের জনগোষ্ঠী তাদের মৌলিক সুযোগ সুবিধা দ্রুত গ্রহন করতে পারছেন।

সামাজিক মাধ্যমে জনকেন্দ্রিক সেবাসমূহ নিশ্চিত করার স্বীকৃতিস্বরুপ জেলা প্রশাসক আব্দুস সামাদ কে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরস্কার প্রদান করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই, কেবিনেট সচিবসহ বিভাগীয় কমিশনার এবং একাধিক পুরস্কারে শ্রেষ্ঠ জেলা প্রশাসক রুপে স্বীকৃতি প্রদান করা হয়।
নাগরিক প্রত্যাশা পূরনে আশানুরুপ সফল ভূমিকায় আসীন হওয়ায় জেলা প্রশাসক গাইবান্ধা জনআস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

গাইবান্ধার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত বাল্য বিবাহ প্রতিরোধে সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থা জোরদার করেন জেলা প্রশাসক। ফলে ইতোমধ্যেই বাল্য বিবাহের প্রবনতা জিরো’তে নেমে এসেছে। প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সক্রিয় ভূমিকায় প্রতিটি গ্রামে বাল্য বিবাহ মুক্ত ওয়ার্ড ঘোষনার কার্যক্রম এখন সফল ভূমিকার দ্বার প্রান্তে। চলতি বছরের ১৬ ই ডিসেম্বরের পূর্বেই গাইবান্ধা জেলা কে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করার সকল ধরনের প্রস্তুতি গ্রহন করছে গাইবান্ধা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের ইতিবাচক জনগুরুত্বপূর্ণ পদক্ষেপের সফল ভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, এনজিও এবং সামাজিক সংগঠন ও সর্বোপরি সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষ সক্রিয় ভূমিকা পালন করছেন।

জানতে চাইলে গাইবান্ধা সদরের কামারজানী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির বলেন, জেলা প্রশাসকের উন্নয়ন পদক্ষেপ গুলোর সঠিক বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে সরাসরি মানুষ সেবা গ্রহন করতে পারছে এবং সমাজের ইতিবাচক পরিবর্তন হচ্ছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আশরাফুল মমিন খান জানান, ডিসি মহোদয়ের উন্নয়ন কার্যক্রমের ফলে জনদুর্ভোগ এবং সামাজিক সমস্যা অনেকাংশে নিরসন করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, জেলা প্রশাসক গাইবান্ধা তার দক্ষতা ও মেধায় তথ্য প্রযুক্তির ব্যবহারে নাগরিক সমস্যা দ্রুততার সাথে সমাধানে কার্যকর ভূমিকা পালন করার ফলে উন্নয়ন ও জনবান্ধব প্রশাসন হিসেবে নাগরিক আস্থা অর্জনে সক্ষম হয়েছি।

ছবি
ডাউনলোড

গুগোল লোকেশন