Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ মতিয়ার রহমান , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৮১৪৮৮৮৫ অথব ০১৭১১৪১৫৭১৭ মোঃ মামুন মন্ডল, ইউপি সচিব, মোবাইল- ০১৬৫০০৬৯৩৫৩ অথবা ০১৭১৯১৬১৮৯৭ মোঃ মাহাবুবুর রহমান, দেশসেরা উদ্যোক্তা, মোবাইল- ০১৭৪৬২১০৫২৩ অথবা ০১৯৭৬২১০৫২৩ ধন্যবাদ... 



শিরোনাম
গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়ন বন্যায় প্লাবিত। ব্যাপক ক্ষয়ক্ষতি!!!!!
বিস্তারিত

সম্প্রতি গাইবান্ধা জেলার সদর উপজেলারকামারজানি ইউনিয়ন বন্যায় প্লাবিত। ইউনিয়নের শত শত  একর জমির রোপা আমন সহ বীজ তলা ও শাক সবজি পানির নিচে নিমজ্জিত। ফলে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কৃষক কূল দিশেহারা । বহু বাড়ী ঘর পানিতে নিমজ্জিত। বন্যায় প্লাবিত ও নদী ভাঙ্গনের কবলে পতিত কুন্দেরপাড়ার, খারজানি, বাটিকামারী, পাড়দিয়ারা, রায়দাস বাড়ী, নুন গোলা, খামার কামারজানি, গোঘাট ও কড়াইবাড়ী এলাকার হাজার হাজার মানুষ রাস্তা ঘাটে ও অন্যের বাড়ি ঠাঁই নিয়ে গৃহপালিত পশু সহ একত্রে মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গনের কবলে পতিত অসহায় মানুষ গুলোকে অভাবের হিংস্র হাত তাড়িয়ে বেড়াচ্ছে। বক্ষ্রপুত্র নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্দি পাওয়ায় অত্র এলাকার রাস্তা ঘাট হুমকির সম্মুখীন । কিছু কিছু জায়গায় রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে পড়ছে ও রাস্তা ঘাট ভেঙ্গে যাচ্ছে এবং রাস্তার একপাশে পানি বেশি ও অপর পাশে পানি কম থাকায় উক্ত জায়গা গুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জরুরি ভিত্তিতে এর ব্যবস্থা না নিলে রাস্তা গুলো ভেঙ্গে যাবে যার ফলে আরো অনেক লোকের গৃহে পানি ঢুকে পড়বে, বহু বাড়ী ঘরের ক্ষতি হবে। এ লেখা পর্যন্ত এখনো পানি বৃদ্ধি পাচ্ছে।

তাই জরুরি ভিত্তিতে এ রাস্তা গুলির রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।

মাহাবুব হাসান

কামারজানি ইউআইএসসি

গাইবান্ধা সদর, গাইবান্ধা

মোবা- 01746210523

ছবি
ডাউনলোড

গুগোল লোকেশন