শিরোনাম
গাইবান্ধায় আশার আলো উন্নয়ন সংস্হার কৃষি প্রকল্পে সফলতা
বিস্তারিত
সাদ্দাম হোসেন(পবন) গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলা কামারজানীর স্হানীয় বেসরকারী প্রতিষ্ঠান আশার আলো উন্নয়ন সংস্হার বাস্তবায়নাধীন কৃষি প্রকল্পে ব্যাপক সফলতা সাধিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে গাইবান্ধায় নতুন ফসল উদ্ভাবনের লক্ষে পরীক্ষা মুলক ভাবে সূয মূখীর চাষ করা হয়। সংস্হা থেকে চার জন কৃষককে সূয মুখী বীজ ও সার প্রদান করা হয়।
কৃষকরা জানায় আগ্রহের সাথে আমরা সূয মূখী তৈলের চাষ করেছি। পুরো জমিতে সূয মূখী ফুল গুলো ফুটলে এ ফুল দেখতে বিভিন্ন দুর দুরান্ত থেকে মানুষের সমারহ ঘটছে। প্রতিদিন মানুষের ভির লক্ষণীয় পযায়ে পৌছে গেছে।
সংস্হার পরিচালক শ্যামল কুমার সরকার জানান, গাইবান্ধায় এই প্রথম সুযমূখী চাষ শুরু হল। যদি কৃষকরা ভাল লাভ পায় তাহলে আগামীতে এই তৈল জাতীয় ফসল ব্যাপক ভাবে সম্প্রসারিত হবে। তিনি আরও জানান, এর পাশাপাশি বালুচরে মিষ্টি কুমড়ার চাষ, গম ও ভূট্টা প্রদশণী করা হয়েছে।
উপ-সহকারী কৃষি অফিসার মকবুল হোসেন জানান- আশার আলো উন্নয়ন সংস্হার সূযমূখী,বালুচরে মিষ্টি কুমড়ার চাষ, গম ও ভূট্টা প্রদশণী প্লট গুলোর মাধ্যমে ক্ষূদ্র কৃষকরা উপকৃত হয়েছে।