বৃহ:বার (২৩ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কামারজানি বন্দরের খোরশেদ আলমের পাটের গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুর্হুতেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের গুদামে। এতে আগুনে পুড়ে যায় পাট ভূট্টার দুটি গুদাম। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তিনিও আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস