গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ী গ্রামে শ্রীপুর থেকে নানা বাড়ীতে বেড়াতে এসে রেজাউল (১১) নামের এক ছেলে আর্কষিক ভাবে মৃতু বরন করেন। জানা যায় আজ ২৭ জুন ২০১৪ সকালে মাকে নিয়ে জোর করে নানা সৈয়দ মিয়ারে বাড়ীতে বেড়াতে আসে। মাকে নদী দেখার কথা বলে নদীর ধারে চলে যায় এবং নদীতে ভেসে আসা টিউব লাইট কুড়িয়ে পায়। সেই লাইট বালির মধ্যে পুতে ফেলার জন্য চেষ্টা করার সময় হঠাৎ বাল্বটি মাঝখানে ভেঙ্গে যায় এবং ভাঙ্গা মাথা ছেলেটির বুকের ভিতর ফুরে যায়। কড়াইবাড়ী গ্রামের ময়নাল মিয়ার (কাচাঁ মালের দোকানদার) মেয়ে মনোয়ারা বেগম নদীর ধারে বেড়াতে আসলে রক্তাক্ত অবস্থায় রেজাউলকে দেখতে পায়। ভাঙ্গা টিউব বাল্ব মৃত্যের বুক থেকে টেনে বেড় করে কামারজানি বাজারে নিয়ে আসে। কামারজানি উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার ডাঃ রঞ্জন কুমার সাহা ছেলেটিকে মৃত্যু ঘোষনা করেন। আগামী কাল ২৮ জুন ১৪ সকাল ১০ টায় ছেলেটির শ্রীপুরস্থ বাবার বাড়িতে জানাযা শেষে কবরস্থ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস