মদ, গাঁজা, জুয়া অশস্নীলতা ও অপসংস্কৃতির দাবিতে বিÿÿাভ ও মানব বন্ধন করেছে গাইবান্ধা জেলার কামারজানী ইউনিয়নের বাসিন্দারা। এতে সহযোগী ছাত্র সংগঠন হিসেবে ভূমিকা রাখেন কামারজানী ছাত্র উন্নয়ন ফোরাম । উক্ত বিÿÿাভ মিছিল ও মানব বন্ধনে বক্তব্য রাখেন, কামারজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ছোলায়মান ইসলাম কাচু, শ্রী স্বপন কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক সেকেন্দার আলী, মাজু আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অবসর প্রাপ্ত সৈনিক আব্দুল হামিদ, কামারজনী বণিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক শ্রী তপন কুমার সাহা, ডাঃ উত্তম কুমার সাহা। উক্ত বিÿÿাভ মিছিল ও মানব বন্ধনে বক্তারা বলেন, অতিতে এই সমসত্ম কার্যকলাপ চললেও এই ধরণের পদÿÿপ না থাকায় কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে কামারজানিতে ছাত্র উন্নয়ন ফোরাম গঠিত হওয়ায় এগুলোকে দমন করতে এখন কোন সমস্যা হবে না।
বিÿÿাভ সমাবেশে বক্তারা বলেন, মদ, গাঁজা, জুয়া অশস্নীলতা ও অপসংস্কৃতির ফলে দিনে দিনে যে সমসত্ম মানুষ আক্রামত্ম হচ্ছে তাতে করে পরিবারগুলোতে নেমে আসবে দূর্যোগ। এসব অবৈধ কাজের সাথে জড়িত হবে যুব সমাজ থেকে শুরম্ন করে শিশু কিশোররা। উক্ত সমাবেশে অবসর প্রাপ্ত সৈনিক আঃ হামিদ বলেন, ইউনিয়ন পরিষদের অধিনে গ্রাম প্রতিরÿা বাহিনী এর সাথে জড়িত বলে তিনি দাবী করেন। তিনি বলেন এই সমস্যা সমাধান করতে না পারলে যেমন ÿতি গ্রস্থ হবে একটি পরিবার তেমনি ÿতি গ্রস্থ হবে যুব সমাজ। সমাবেশে আরো বক্তব্য রাখেন কামারজানী ছা্ত্র উন্নয়ন ফোরামের আহবায়ক শ্রী বিজয় কুমার সাহা, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদুর ইসলাম। তারা বলেন, মদ, গাঁজা, জুয়া অশস্নীলতা ও অপসংস্কৃতি বন্ধ না করলে পরবর্তীতে ছাত্র উন্নয়ন ফোরামের সকল সদস্যকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে সমাবেশে সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস