গাইবান্ধার সদর উপজেলার নৌকা বাইচের অনুশীলন করতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় আব্দুল লতিফ মিয়া (৩৮) ও ফুল মিয়া (৩৫) নামে দুই জন নিখোঁজ রয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের গোঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাকির সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রহ্মপুত্র নদে একটি নৌকা করে ৩০ জনের একটি দল বাইচ অনুশীলন করছিলো। অনুশীলন করার এক পর্যায়ে হঠাৎ করে নৌকাটি গোঘাট এলাকায় ডুবে যায়। এসময় সাঁতার দিয়ে অন্যরা উঠে আসলেও দুইজন নিখোঁজ হয়।
তিনি আরও জানান, নিখোঁজ দুইজনকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। নিখোঁজ লতিফ ও ফুল মিয়া মালিবাড়ি গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আরশেদুল হক জানান, এ ঘটনার পর রংপুর থেকে আসা একটি ডুবুরি দল ব্রক্ষপুত্র নদে নিখোঁজ দুইজনকে উদ্ধারে চেষ্টা করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস