আজ কামারজানী ইউডিসি’তে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন করা হয়।
ইউপি সচিব মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।
যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠানে গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবু স্বপন কুমার সাহা, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম, ইউপি সদস্য মো.সেকেন্দার আলী,ইউপি সদস্য মো.ছদরুল কবির আঙ্গুর, ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন,কামারজানী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহুরুল হক,
ইউপি সদস্য মো. আব্দুল মান্নান তারা,কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি ওস্তাদ আইয়ুব আলী সরকার, সহ-সভাপতি মো. আব্দুল মালেক সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রায়হান সরকার,জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল মিয়া,মো. মমিন প্রমূখ।
বক্তারা-প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের জন-কেন্দ্রিক সেবাসমূহ ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারি বেসরকারী দফতরের নাগরিক সেবা জনগনের দোরগোড়ায় নিশ্চিত করণের সফলতার সুদীর্ঘ এক যুগের কর্মময় অর্জনের দিক তুলে ধরে দেশসেরা কামারজানী ইউডিসি উদ্যোক্তা মো. মাহাবুবুর রহমান হওয়ায় গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সকলের উপস্থিতিতে ডিজিটাল সেন্টারের একযুগ পূর্তির কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সাফল্য মন্ডিত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস