গাইবান্ধা সদর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুস সামাদ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে, মোল্লারচর ইউনিয়নের আব্দুল হাই মন্ডল, মালিবাড়ির আল আজম শাহ, কামারজানির আব্দুস সালাম জাকির, খোলাহাটির শেখ সামাদ আজাদ, লক্ষ্মীপুরের মোস্তাফিজুর রহমান, ঘাগোয়ার আমিনুজ্জামান রিংকু ও গিদারী ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ ইদু। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক শামসুল আজম, জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমেন খান প্রমুখ।
সংগ্রহ- এখান থেকে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস