গত ২রা মে রাত্রি আনুমানিক সাড়ে এগারো টায় কামারজানির গোঘাট গ্রামের সমেশ উদ্দিনের মুরগির ফারম নামক স্থানে দুধ্র্ষ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, গোঘাট গ্রামের মাছ ব্যবসায়ী সুশীল চন্দ্র দাস বাজার থেকে বাড়ি যাওয়ার সময় ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধরে বেধরক মারপিট করে পকেটে থাকা ১০-১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পরে। পরে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারীর মারপিটে আহত সুশিল চন্দ্রকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এর আগেও দুবার একই রাস্তায় এধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে, ছিনতাইয়ের শিকার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার ছোট ভাই গোপাল চন্দ্র সাহা ও একই গ্রামের ডিম বিক্ররতা কানু চন্দ্র সাহা। এ ঘটনা গুলো নিয়ে গোঘাট গ্রামের সাধান মানুষ এখন আতংকে ভুগছেন। এলাকাবাসী জানায়, প্রতিদিন বালুচরে জুয়ার আসর বসায় জুয়ারি রা এধরনের ঘটনায় জড়িত থাকতে পারে। এব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গ্রামবাসী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস