গত ২৬ জুলাই/২০১৩ইং গাইবান্ধা সদর উপজেলা হলরুমে মাননীয় সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি (এমপি), গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, নির্বাহী মেজিষ্ট্রেট, আইসিটি মেজিষ্ট্রেট মোঃ মেজবা উদ্দিন ও গাইবান্ধা সদরের ১৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ, উদ্যোক্তাবৃন্দ ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মসূচী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন বাংলাদেশ সরকারে স্বপ্ন বাংলাদেশ কে ডিজিটালাইজড করা এরেই ধারাবহিকতায় বিভাগীয় পোর্টাল থেকে শুরু করে ইউনিয়ন পোর্টাল নির্মানাধীন রয়েছে এবং এর সুফল ভোগ করা শুরু করেছে বাংলাদেশের জনগণ। অনুষ্ঠানে গাইবান্ধা সদরের ১৩টি ইউনিয়ন পোর্টাল ও উপজেলা পোর্টাল বড় পর্দায় প্রদর্শিত হয় উপস্থিতি বৃন্দ উক্ত পোর্টাল দেখে ভাল হয়েছে বলে ভূয়সী প্রশংসা করেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ১৩জন ইউনিয়ন উদ্যোক্তা ও ২ জন উপজেলা কমিউনিটি উদ্যোক্তাদের মাঝে পুরুষ্কার হিসাবে একই রংঙ্গের পাঞ্জাবী প্রদান করেন। এবং প্রত্যেক উদ্যোক্তাদের কে ৩৪০০ শত করে টাকা সম্মানী প্রদান করেন। সকল উদ্যোক্তাদের কে ইউনিয়ন পোর্টাল সার্বক্ষনিক হালনাগাদ করার জন্য বিশেষ ভাবে বলেন। শেষ পর্যায়ে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস