গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে কে বা কারা আগুন লাগিয়ে দিলে বিদ্যালয়টির অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ার পর এখন শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ছাত্রছাত্রীরা। তবে ঘটনা তদন্তে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রিয় স্কুলের ধ্বংসাবশেষের সামনে শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের বুক ফাটা কান্নায় ভারি হয়ে ওঠে কুন্দেরপাড়া চরের আকাশ বাতাস। গতকাল বৃহস্পতিবার দিনভর নেচে গেয়ে আনন্দ উল্লাস করে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিয়ে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সব পুড়ে ছাই হয়ে যায় স্কুলের বই, সার্টিফিকেট, আসবাবপত্র আর অবকাঠামো। অনিশ্চিত হয়ে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন।
কামারজানি ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আলোকবর্তিকা হয়ে পিছিয়ে পড়া ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছিলো। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার আলোকে যারা ভয় পায় তাদের পক্ষেই এমন তাণ্ডব সম্ভব।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেফতার ও শিগগিরই বিদ্যালয়টি চালু করার আশ্বাস দেন।
২০০৩ সালে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র কুন্দেরপাড়া চরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। বিদ্যালয়টিতে চরাঞ্চলের ৬শ’ ছেলেমেয়ে পড়াশুনা করে।
সংবাদ সুত্র- http://www.somoynews.tv/…/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6… এখান থেকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস