Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ মতিয়ার রহমান , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৮১৪৮৮৮৫ অথব ০১৭১১৪১৫৭১৭ মোঃ মামুন মন্ডল, ইউপি সচিব, মোবাইল- ০১৬৫০০৬৯৩৫৩ অথবা ০১৭১৯১৬১৮৯৭ মোঃ মাহাবুবুর রহমান, দেশসেরা উদ্যোক্তা, মোবাইল- ০১৭৪৬২১০৫২৩ অথবা ০১৯৭৬২১০৫২৩ ধন্যবাদ... 



শিরোনাম
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউডিসি রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ ‍উদ্যোক্তা পুরুস্কারে ভূষিত
বিস্তারিত

“এমপাওয়ারিং রুরাল কমিউনিটিস- রিচিং দ্যা আনরিচ্ড” ইউনিয়ন ইনফরমেশন এ্যান্ড সার্ভিস সেন্টার (ইউ আই এস সি) প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে  তিনজন  সফল উদ্যোক্তা কে শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরুস্কার প্রদান করা হয়। সার্ক ডেভেলপমেন্ট ফান্ড এর অর্থায়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন এমপাওয়ারিং রুরাল কমিউনিটিস- রিচিং দ্যা আনরিচ্ড” ইউনিয়ন ইনফরমেশন এ্যান্ড সার্ভিস সেন্টার (ইউ আই এস সি) প্রকল্পের সমাপনী সেমিনারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ২০০ ইউডিসির কার্যক্রমের সফলতার মূল্যায়ন স্বরুপ তিনজন উদ্যেক্তাকে শ্রেষ্ঠ পুরুস্কারে ভূষিত করা হয়। গাইবান্ধা সদর উপজেলার ১২নং কামারজানি ইউডিসির পক্ষে রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরুস্কার গ্রহণ করি আমি মাহাবুব হাসান। উক্ত সেমিনারে এমপাওয়ারিং রুরাল কমিউনিটিস- রিচিং দ্যা আনরিচ্ড” ইউনিয়ন ইনফরমেশন এ্যান্ড সার্ভিস সেন্টার (ইউ আই এস সি) প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের একটিং সেক্রেটারী জনাব, কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিবার্হী পরিচালক এস এম আশরাফুল ইসলাম (উপ-সচিব), প্রমূখ।  বাংলাদেশের ২০০ ইউডিসির উদ্যোক্তা, সহকারী কমিশনার (আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, সাংবাদিক, সূধী সমাজ সেমিনারে উপস্থিত ছিলেন। আমাকে রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে পুরুস্কার প্রদান করায় ” ইউনিয়ন ইনফরমেশন এ্যান্ড সার্ভিস সেন্টার (ইউ আই এস সি) প্রকল্পের  প্রকল্প পরিচালক  ও যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহা স্যারসহ এটুআই সংশ্লিষ্ট এবং রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী অফিসার  ও সকল উদ্যোক্তা বন্ধুদের কামারজানি ইউডিসির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিন বদলের স্বপ্ন বাস্তবায়নে আমরাই এগিয়ে এ প্রত্য‍াশা কে সামনে রেখে ভিশন 2021 অর্জন করবই।

মাহাবুব হাসান

কামারজানি ইউডিসি

গাইবান্ধা সদর, গাইবান্ধা।

ছবি
ছবি
ডাউনলোড

গুগোল লোকেশন