লাখো কন্ঠে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা- আমি তোমায় ভালবাসি”....................................।
কামারজানিতে আড়াই হাজার আপামর জনসাধারণ ও ছাত্র/ছাত্রীর কন্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠিত হয়। কামারজানির রোডস্থ তিনলেন মোড়ে ঘড়ির কাটা ১১ টায় পদার্পণ করার সাথে সাথে এক যোগে সকল শ্রেণী ও পেশা জীবি মানুষের কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে, কামারজানি শহীদ মিনার রক্ষণাবেক্ষণ ও দিবস উদযাপন কমিটির সমন্বয়ে আশার আলো উন্নয়ন সংস্থা, কামারজানি তথ্য ও সেবা কেন্দ্র, সত্যের পথে তারুণ্যের জাগরণ কামারজানি। সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রনে ছিলেন, কামারজানি শহীদ মিনার রক্ষণাবেক্ষণ ও দিবস উদযাপন কমিটির সভাপতি ও আশার আলো উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক এম সাদ্দাম হোসেন (পবন), কামারজানি তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা ও কামারজানি শহীদ মিনার রক্ষণাবেক্ষণ ও দিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব হাসান, সত্যের পথে তারুণ্যের জাগরণের সদস্যরা।
লাখো কন্ঠে জাতীয় সংগীতে অংশ নেন, কামারজানি মারচেন্টস উচ্চ বিদ্যালয়, কামারজানি বণিক বালিকা উচ্চ বিদ্যালয়, কামারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্নময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ এলাকার সরকারী বে-সরকারি সংস্থা, আনসার-ভিডিপি সদস্য, দল মত সবাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস