২১ মার্চ ২০২১ গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া চরে জলবায়ু গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক, গাইবান্ধা জনাব মো. অলিউর রহমান, পুলিশ সুপার, গাইবান্ধা জনাব মো. কামাল হোসেন। গণ উন্নয়ন কেন্দ্রের (GUK) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালামের সভাপতিত্বে এবং সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (SACCJF) নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লবের সঞ্চালনায় গণশুনানিতে বিচারক প্যানেলে ছিলেন পানি ও জলবায়ু বিজ্ঞানী ড. আইনুন নিশাত, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (SACCJF) এর প্রেসিডেন্ট আশীষ গুপ্ত, লেখক ও গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম। অনুষ্ঠান শেষে ১৩ জন জলবায়ু যোদ্ধাকে মেডেল পড়িয়ে দেওয়া হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস