Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ মতিয়ার রহমান , চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৮১৪৮৮৮৫ অথব ০১৭১১৪১৫৭১৭ মোঃ মামুন মন্ডল, ইউপি সচিব, মোবাইল- ০১৬৫০০৬৯৩৫৩ অথবা ০১৭১৯১৬১৮৯৭ মোঃ মাহাবুবুর রহমান, দেশসেরা উদ্যোক্তা, মোবাইল- ০১৭৪৬২১০৫২৩ অথবা ০১৯৭৬২১০৫২৩ ধন্যবাদ... 



শিরোনাম
এটুআই এর সম্মাননা পেয়েছেন কামারজানী ইউডিসি উদ্যোক্তা মাহাবুবুর রহমান
বিস্তারিত

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্প কর্তৃক ইউডিসি উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। কোভিড-১৯ এর সংক্রমণ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সরকারের জনকেন্দ্রিক সেবাসমূহ নিশ্চিত করণের স্বীকৃতি স্বরুপ এটুআই বিভাগ গাইবান্ধা সদরের কামারজানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. মাহাবুবুর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেছেন।

রবিবার কক্সবাজারের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে এটুআই বিভাগ আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত থেকে ইউডিসি উদ্যোক্তাদের উদ্দেশ্যে  বিভিন্ন দিক-নির্দেশনা এবং সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ও এটুআই প্রকল্পের যুগ্ম-পরিচালক মো. ছাইফুল ইসলাম।
করোনা ভাইরাসের সংক্রমণ সময়ে সরকারের হেল্পলাইন ৩৩৩ সেবা প্রাপ্তির সহজিকরণের আওতায় সাধারন মানুষের ঘরে নিরবিচ্ছিন্ন ভাবে খাদ্য সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে জীবনের ঝুঁকি উপেক্ষা করো উদ্যোক্তারা সহায়ক ভূমিকা রেখেছেন।

ইউডিসি উদ্যোক্তাদের সহায়ক ভূমিকার স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই বিভাগ ১০০টি ইউডিসি’র উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করেছেন।

সম্মাননা অর্জনকারী কামারজানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ সময়ে স্বাভাবিক ভাবে কাজ করতে হয়েছে। উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষার কার্যক্রমে নিরলস ভাবে দায়িত্ব পালন করেছি। জীবনের শতভাগ  ঝুঁকি নিয়ে সরকারের জনকেন্দ্রিক সেবা সমূহ জনগনের দোরগোড়ায় নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত।

গাইবান্ধা সদরের কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কালীন সার্বক্ষনিক তথ্য প্রযুক্তির আদলে জনগনের সেবায় উদ্যোক্তা মাহাবুব নিয়োজিত ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই বিভাগ তাকে সম্মাননা প্রদান করায় ইউনিয়নবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/09/2022
আর্কাইভ তারিখ
01/01/2024

গুগোল লোকেশন