২৩ নভেম্বর ২০২৩ গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি ইউনিয়নে নিরাপদ বিদেশ যাত্রা ও মানব পাচার বিষয়ক ক্যাম্পেইন এর অংশ হিসেবে আলোচনা সভা ও পালাগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ খলিলুর রহমান এবং বিশেষ অতিথি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব নেশারুল হক ও গাইবান্ধা জেলা তথ্য অফিসার জনাব হৃদয় মাহমুদ চয়ন । এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংস্থার প্রতিনিধি ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সভাপতিত্বে নিরাপদ অভিভাসন ও মানব পাচার রোধ এবং জনগণের দোরগোড়ায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর প্রবাসী হেল্প ডেক্স এর সেবা নিয়ে বক্তরা আলোচনা করেন। আলোচনা সভা শেষে জনসচেতনতামূলক পালাগান পরিবেশন করা হয়।