শিরোনাম
গাইবান্ধার কামারজানীতে গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন
বিস্তারিত
গাইবান্ধার কামারজানী ব্রম্মপুত্র নদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা সেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি,এমপি।
মঙ্গলবার দুপুরে কামারজানী নৌ-বন্দরের ঘাটে নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি,এমপি। তিনি নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন এবং গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু স্বপন কুমার সাহা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম প্রামানিক কোর্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা,কামারজানী ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট একেএম মহিবুল হক সরকার মোহন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসিব সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মডিউল ইসলাম প্রমূখ।
বাংলার বিজয় ও মায়ের দোয়া দু'টি দলের নৌকা বাইচের প্রতিযোগিতার মধ্যে দিয়ে উদ্বোধনী করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় কুড়িগ্রাম,জামালপুর,সারিয়াকান্দি সহ নদী বেষ্টিত অঞ্চলের ২০টি দল অংশ নিয়েছেন বলে কমিটি সূত্র জানিয়েছেন।