গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের ৩ বছর পুর্তি উপলক্ষে উন্নয়ন স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক সভা “হ্যালো চেয়ারম্যান” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) কামারজানি ইউনিয়ন পরিষদের আয়োজনে গাইবান্ধা ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের সহযোগিতা ও বাস্তবায়নে কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকার ইনক্লুসিভ সিটিজেনশিপ, ফ্রেন্ডশিপ হেড অফিস এর উপপরিচালক আহমেদ তৌফিকুর রহমান, কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস